আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় শনিবার ( ১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে দেশটির জাভা দ্বীপের উপকূলে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার গণমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব জাভার মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরে। তবে এই কম্পনের ফলে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবরও জানা যায়নি। জাভা দ্বীপের উপকূলীয় এলাকার বাসীন্দারা জানান, কম্পনটি বেশ শক্তিশালী ছিল এবং এটি দীর্ঘ সময় ধরে ছিল।
প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা)-এর ওপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর প্রলয়ঙ্করী সুনামির ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল।