শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ০৯:২৩:৫৯

ব্রেকিং- হেফাজত নেতাসহ আরও ৪ জন আটক

ব্রেকিং- হেফাজত নেতাসহ আরও ৪ জন আটক

হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারীতে থানা ভবন, ভূমি কার্যালয় এবং ডাকবাংলো ভাংচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে হেফাজত নেতাসহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে তাদের আটক করা হয়। তবে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আফজারুল হক টুটুল। 

আটককৃতরা হলেন- হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান (২৫), কাপড়ের দোকানদার মোজাম্মেল হক (২৩), হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম (৪৪) ও মারুফ (২৮)।

আটককৃত হেফাজত নেতা মো. হাসান হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রামের উত্তর পাহাড় এলাকার কবির আহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন চায়ের দোকানদার। কাপড়ের দোকানদার মোজাম্মেল হক উপজেলার ফতেপুর ৬নং ওয়ার্ডের সামছু সওদাগরের বাড়ির মো. আবু তাহেরের ছেলে। তিনি চট্টগ্রামের দারুল মারুফ মাদ্রাসা থেকে মেশকাত পাস করেছেন।

হেফাজত নেতা কামরুল ইসলাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার এলাকার পুরান রামগড় কাজীবাড়ির মো. শহিদুল্লাহর ছেলে। বর্তমান তিনি পৌরসভার ফটিকা ৫নং ওয়ার্ডের শাহজালাল পাড়ার রিজিয়া ভবনে পরিবার-পরিজন নিয়ে ভাড়া থাকেন। হাটহাজারী মাদ্রাসার সামনে জেলা পরিষদ মার্কেটে আজিজিয়া টেইলার্স নামে তার একটি দর্জির দোকান রয়েছে।

আজিজিয়া টেইলার্সের কর্মচারী মো. মারুফ নরসিংদী জেলার শিবপুর থানার মাছিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌঘরিয়া সবদর চেয়ারম্যান বাড়ির মো. মোরশেদের ছেলে। তিনি বর্তমানে হাটহাজারী মাদ্রাসার সামনে ডাকবাংলোর পাশে আবু সৈয়দ চৌধুরী ভবনে বাসা ভাড়ায় থাকেন। তাছাড়া ২০১৪ সালে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আফজারুল হক টুটুল বলেন, ঘটনার সময়কার ভিডিও ফুটেজে তাদের কয়েকজনের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে