রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ০৫:৩৩:২৯

করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে নিয়ে যা বললেন ইমরান এইচ সরকার

করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে নিয়ে যা বললেন ইমরান এইচ সরকার

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (১১ এপ্রিল) আইসিডিডিআরবির রিপোর্টে তার পরীক্ষার ফল পজিটিভ আসে। 

খালেদা জিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। এ সময় রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই তার সুস্থতা কামনা করেন। 
 
গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারও সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। রোববার (১১ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। 

স্ট্যাটাসে ইমরান এইচ সরকার লিখেছেন ‘খবরে দেখলাম বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত। আমাদের দেশে একটা নোংরা রাজনীতি আছে, ভিন্নমতের কেউ আক্রান্ত হলে এমনকি মৃত্যুবরণ করলেও অনেকে ট্রল করেন। এটি খুবই অসভ্য মানসিকতা। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোন— এটিই কাম্য।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে