নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। তারা হলেন, হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব খোরশেদ আলম কাশেমী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরফাত হোসাইন। কাশেমীকে মোহাম্মদপুর এলাকা থেকে এবং শরাফত হোসাইনকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, কাশেমী ও শরাফতের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিম কাশেমীকে মোহাম্মদপুর এলাকা থেকে এবং গোয়েন্দা গুলশান বিভাগ ভাটারা থেকে শরাফত হোসেনকে গ্রেফতার করে।
এর আগে গত কয়েকদিনে হেফাজতের কয়েকজন শীর্ষ ও মধ্যমসারির নেতাকের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।