নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশের মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ মে) সকালে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। সারাদেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মের যেসব উপাসনালয় রয়েছে সেগুলোতে আমাদের সব ইউনিটগুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠান করবেন, প্রার্থনা সভা করবেন। আমি সব ইউনিটের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করছি, তারা যেন জনগণকে সঙ্গে নিয়ে দেশনেত্রীর রোগমুক্তির জন্য দোয়া কামনা করবেন।’