নিউজ ডেস্ক: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তার আশু রোগমুক্তি কামনায় আজ শুক্রবার (০৭ মে) বাদ জুমা সারা দেশের মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা করবে বিএনপি।
গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি আরো বলেন, শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। সারা দেশে সব মসজিদ, বিভিন্ন প্রার্থনালয় যেগুলো আছে অন্যান্য ধর্মের, সেগুলোয় আমাদের সব ইউনিট খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠান ও প্রার্থনা করবেন।