শুক্রবার, ০৭ মে, ২০২১, ০৪:০১:৫৪

হঠাৎ ৩০ মিনিট ধরে চলে কালবৈশাখীর তাণ্ডব, ৩ ইউনিয়ন লণ্ডভণ্ড

হঠাৎ ৩০ মিনিট ধরে চলে কালবৈশাখীর তাণ্ডব, ৩ ইউনিয়ন লণ্ডভণ্ড

নিউজ ডেস্ক: কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন । বিভিন্ন স্থানে ঘর-বাড়ির টিন উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে এবং জমির ফসল মাটির সঙ্গে শুয়ে পড়েছে। হঠাৎ৩০ মিনিট ধরে চলে কালবৈশাখী ঝড়ের এই তাণ্ডব। বিদ্যুতের খুঁটিতে গাছপালা পড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গাছ উপড়ে পড়ায় ঝাড়বাড়ি-বীরগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ 
ছিল।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউপি, সাতোর ও মোহনপুর ইউপির উপর দিয়ে এই কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। এসব এলাকায় শুক্রবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় জাকির হোসেনসহ অনেকে জানায়, বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভুল্লীর হাটে ঝড়ে গাছ উপড়ে পড়ে গেলে ঝাড়বাড়ি-বীরগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় বিদ্যুৎ সচলের কাজ চলছে এবং সন্ধ্যার দিকে বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মেরামতকারীরা।

মোহনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাজেদুল ইসলাম বলেন, ঝড়ে রাস্তার পাশে থাকা গাছটি পড়ে যায় এবং রাত থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে গাছটি সরিয়ে শুক্রবার দুপুরের পর আবার যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে