নিউজ ডেস্ক: সারাবিশ্বের মতো বাংলাদেশেও চলছে করোনার হানা। আর এ নিয়ে কথা বলেছেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, দেশে করোনাকালীন সময় প্রধানমন্ত্রী গৃহীত পদক্ষেপ ছিল বাস্তবসম্মত, যা মানুষ গ্রহণ করেছে। তাই আমাদের দেশের করোনা সংক্রমণ কমে আসছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ করছেন। এমন কোনো গরিব মানুষ নেই যারা ত্রাণ পাননি।
শুক্রবার (৭ মে) বিকেলে সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।