নিউজ ডেস্ক: করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া ও মাওয়া ফেরি ঘাটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। শুধু রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। আজ শনিবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে দেশে কঠোর স্বাস্থ্যবিধি জারি রয়েছে। সরকারের নির্দেশনা রয়েছে দূরপাল্লার কোনো বাস এমনকি ট্রেন বা লঞ্চ চলাচল করবে না। যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করে ঈদ উদযাপন করার ব্যাপারেও নির্দেশনা রয়েছে সরকারের। এসব নিষেধাজ্ঞা অমান্য করে যে যার যার মতো করে বাড়ি ফিরতে শুরু করেছে। দূরপাল্লার গাড়ি না চলায় অনেকে ভেঙে ভেঙে গন্থব্যে পৌঁছার জন্য ভিড় করছে।