আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম বিশ্বে বর্তমানে চলছে দুরবস্থা। সর্বত্র তারা পরাজিত ও অপমানিত। তবু তাদের হুঁশ নেই। মুসলমানদের অপমান করার সাথে সাথে কুরআন, নবী সা:, ইসলাম ধর্ম ও সংস্কৃতি নিয়ে ব্যঙ্গবিদ্রূপ চলছে।
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার কুদস দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ইসরায়েল কোনও দেশ নয়, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি সন্ত্রাসের ঘাঁটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
খামেনি বলেন, বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে সহযোগিতা হচ্ছে জায়নবাদী শত্রু এবং এর মার্কিন ও ইউরোপীয় পৃষ্ঠপোষকদের জন্য দুঃস্বপ্ন।