সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৫:০১

দু’একদিন পর আম্মা সম্মতি জানাবেন : সানজিদা শারমিন

দু’একদিন পর আম্মা সম্মতি জানাবেন : সানজিদা শারমিন

মৌলভীবাজার : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসনটি (সদর-রাজনগর) শূন্য হয়েছে।  আসনটি এখনো শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়নি।  উপনির্বাচনেরও ঘোষণাও আসেনি।

কিন্তু ওই আসনে প্রার্থী নিয়ে শুরু হয়েছে প্রচারণা।  শুরুতেই নাম এসেছে মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনের।  তাকে এমপি হিসেবে দেখতে চেয়ে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে।  পেজের নাম ‘সায়রা মহসিনকে এমপি হিসেবে দেখতে চাই’।

পেজটি আওয়ামী লীগের কর্মী ও মহসিন আলীর সমর্থকরা করেছেন বলে মহসিন আলীর পবিারের দাবি।  তবে সমর্থকদের মধ্যে তার মেয়ে সৈয়দা সানজিদা শারমিনও রয়েছেন।

সানজিদা শারমিন গণমাধ্যমকে জানান, মৌলভীবাজারকে নিয়ে আব্বার অনেক স্বপ্ন ছিল।  সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে।  তার স্বপ্নগুলো পূরণের জন্য আমরা চাচ্ছি এ আসনে আম্মা যেন প্রার্থী হন।  আমরা তাকে এ কথা জানিয়েছি।

তিনি জানান, দলীয় নেতাকর্মীরাও চাচ্ছেন আম্মা যেন প্রার্থী হন।  কিন্তু আব্বার মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আম্মা এখনো এ বিষয়ে কিছু বলেননি। আশা করছি, তিনি দু’একদিন পর সম্মতি জানাবেন।

মৌলভীবাজার-৩ আসনের পরপর দু’বারের সংসদ সদস্য ছিলেন সৈয়দ মহসিন আলী।  ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিনি অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।  এর আগে মৌলভীবাজার পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন মহসিন আলী।

এদিকে মৌলভীবাজার-৩ আসনে মহসীন আলীর স্ত্রী ছাড়াও আওয়ামী লীগ নেতা ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেনসহ অনেকের নাম শোনা যাচ্ছে।  

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ মহসিন আলী।  ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারে তার বাবা-মায়ের পাশে তাকে সমাহিত করা হয়
২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে