মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১১:১৭:০৭

করোনার এ ভয়াবহতা থেকে একমাত্র আল্লাহই মুক্তি দিতে পারেন: শামীম ওসমান

করোনার এ ভয়াবহতা থেকে একমাত্র আল্লাহই মুক্তি দিতে পারেন:  শামীম ওসমান

নিউজ ডেস্ক: দিন যতই যাচ্ছে করোনা ততই বেড়ে চলছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না একদল মানুষ। এভাবে চলতে থাকলে করোনা অনেক ভয়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা।

আজ মঙ্গলবার লকডাউনে বন্ধ থাকা গণপরিবহনের দুর্দশাগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। নারায়ণগঞ্জের ৯০০ পরিবহন শ্রমিকের মাঝে তিনি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন।

এ সময় তিনি বলেন, শামীম ওসমান বলেন, আমি বিশ্বাস করি, এ দেশের ওপর, দেশের মানুষের ওপর আল্লাহর বিশেষ রহমত আছে। এ দেশের মানুষেরা এখনও না খেয়ে রোজা রাখলেও আল্লাহর শুকরিয়া আদায় করেন। বৈজ্ঞানিক দিক বিবেচনা করলে সামনের পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিশেষ করে মানুষজন যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে-গঞ্জে গিয়েছেন আর ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের খবর পাওয়া যাচ্ছে- তাতে আমি শঙ্কিত। তাই করোনার এ ভয়াবহতা থেকে একমাত্র আল্লাহই মুক্তি দিতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে