শনিবার, ১৯ জুন, ২০২১, ১০:০৪:৫৭

থে'মে থে'মে চলছে বৃষ্টি, সারাদেশে ভা'রি ব'র্ষণের আ'ভাস

থে'মে থে'মে চলছে বৃষ্টি,  সারাদেশে ভা'রি ব'র্ষণের আ'ভাস

নিউজ ডেস্ক: টা'না গরমের পর আষাঢ়ের শুরুতে কয়েকদিন ধ'রে দেশজু'ড়ে থে'মে থে'মে চলছে বৃষ্টি। এই ছাড়ছে, এই আবার শুরু হচ্ছে,  কখনো হা'লকা, কখনো বা মাঝারি, সঙ্গে বইছে হা'লকা বাতাসও। এদিকে ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি বিভাগে ভা'রি ব'র্ষণের আ'ভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভা'সে বলা হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভা'রী ব'র্ষণ হতে পারে। প্রাপ্ত ত'থ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভা'রী বৃষ্টিপাত হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে