নিউজ ডেস্ক: কিশোর গ্যাংয়ের বিরু'দ্ধে ক'ঠোর অবস্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। ‘গত এক মাসে তালিকাভুক্ত ১১টি কিশোর গ্যাংয়ের মোট ৬২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-২)-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি বলেনে, শুধু কিশোর গ্যাংয়ের সদস্যই নয়, তাদের পেছনে যারা ই'ন্ধনদাতা ও ম'দদদাতা হিসেবে কাজ করে, তাদের প্রত্যেকের বিরু'দ্ধে অভি'যান চলবে এবং আইনের আওতায় আনা হবে।’
এই ব্যাপারে তিনি আরো বলেন, ‘বিভিন্ন মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে আসামিদের তালিকা তৈরি করে কিশোর গ্যাংয়ের বিরু'দ্ধে অভি'যান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থানা এলাকায় অভি'যান চালিয়ে কিশোর গ্যাং ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’-এর ১৬ সদস্যকে দেশীয় অ'স্ত্রসহ আ'টক করা হয়েছে।
আট'ককৃতরা হলেন- মো. সাগর (১৩), মো. সরফরাজ আহমেদ রিমন (১৭), মো. রায়হান (১৭), মো. পলাশ হোসেন (৩২), মো. মুন্না (১৫), মো. রাসেল (১৬), মো. উজ্জল হোসেন (১৪), শাকিল হাওলাদার (১৮), মো. মুরাদ হোসেন (২০), মো. মামুন খান (১৮), রিফাদ হোসেন (১৮), মো. রায়হান (১৮), হাসান শেখ (১৯), মো. হাসনাইন (১৯), মো. নাসির উদ্দিন আলবানী (১৯) ও জয় চন্দ্র ঘোষ (১৯)।