ক'ঠোর ব্যব'স্থা ছাড়া করোনা সং'ক্রমণের বি'স্তার প্রতি'রো'ধ করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষ'জ্ঞরা। অন্যান্য দেশ, বিশেষত পাশের দেশ ভারতের অভি'জ্ঞতাকে কাজে লাগিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন তাঁরা।
করোনা মো'কাবেলায় সরকার গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার চারপাশে বসবাসকারী যেসব মানুষ ঢাকায় চাকরি বা কাজ করে, তাদের চা'পে ভে'ঙে পড়েছে লকডাউনের সুর'ক্ষাবলয়। এখন আর এই লকডাউন দিয়ে কা'ঙ্ক্ষিত সুফ'ল মিলবে বলে মনে হয় না। বড়জো'র সং'ক্রমণের গতি কিছুটা ধীর হতে পারে। কিন্তু ভারতীয় ভেরিয়েন্টের যে চে'হারা দেখছি, তাতে এই ধীরগতি রাখার পরি'কল্পনা বা কৌশল খুব একটা কাজে খাটবে না। মোটের ওপর পরিস্থি'তি এখন এমন যে মানুষও এক রকম মহামা'রির সঙ্গে গা-সওয়া অবস্থায় আছে, আর সরকারও হয়তো তেমনি গাছাড়া ব্যবস্থায় আ'টকে আছে।
ওই বিশেষজ্ঞ বলেন, কমপক্ষে দুই সপ্তাহ পূর্ণাঙ্গ লকডাউন না দিলে কখনো সুফল আসবে না। আবার দীর্ঘমেয়াদি লকডাউনও কোনো সমাধান হতে পারে না। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং নিজের সুরক্ষায় সচেতন হতেই হবে; আবার সরকারকেও প্রয়োজনে বৃহত্তর স্বার্থে আরো ক'ঠোর পদক্ষেপে যেতে হবে। এ ক্ষেত্রে এখন সবচেয়ে জ'রুরি হয়ে পড়েছে মানুষকে সম্পৃ'ক্ত করে কর্মকৌশল বাস্তবায়নে কাজ করা।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞা'নিক ড. মুশতাক হোসেন বলেন, এখন নিশ্চি'ত করেই বলা যায় দেশ আবার সং'ক্রমণের উচ্চধা'পে উঠে গেছে। এখন আর বি'চ্ছিন্নভাবে নিয়'ন্ত্রণে ফল পাওয়া যাবে না। দেশের সব জেলায়ই এখন শনা'ক্ত হার ১০ শতাংশের ওপরে। জাতীয়ভাবে তা ২০ শতাংশের ওপরে-নিচে ঘুরছে। ফলে এখন যতটা ঊর্ধ্বমু'খীই হোক না কেন, একযোগে সারা দেশে চলাচল নিয়'ন্ত্রণ করা গেলে দুই সপ্তাহ পরে সং'ক্রমণ আবার নিচে নেমে আসবে। এ ক্ষেত্রে চলাচল বন্ধ করতে হলে চলাচলের কারণ বা উৎসগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ সব কিছুই বন্ধ করতে হবে কমপক্ষে দুই সপ্তাহের জন্য। ওই বিশে'ষজ্ঞ বলেন, 'আর্থ-সামাজিক বা জীবন-জীবিকার প্রশ্নের কিছু কিছু ক্ষেত্র জ'রুরি হিসেবে খোলা রাখা যেত, যদি ওই সব প্রতিষ্ঠান তাদের কর্মীদের যাতায়াতে নিজ নিজ উদ্যোগে পরি'বহনের ব্যবস্থা করত। কিন্তু এর আগে আমরা দেখলাম, সরকার এমন পরি'কল্পনা করেও তা বাস্তবায়ন করতে পারেনি বিভিন্ন চা'পে।'
ড. মুশতাক বলেন, দ্রুত সময়ের মধ্যে বেশি করে টিকা দেওয়া গেলেও হয়তো কিছু ফল পাওয়া যেত। কিন্তু সেটাও তো হচ্ছে না।