শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১১:২৩:১৪

জ'রুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু ব'ন্ধ রাখার প্র'স্তুতি

জ'রুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু ব'ন্ধ রাখার প্র'স্তুতি

করোনার সং'ক্রমণ ও মৃ'ত্যু আশ'ঙ্কাজনক হারে বা'ড়তে থাকায় সারাদেশে ১৪ দিন শাটডাউনের সুপা'রিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কমিটি।সুপারিশের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পরিস্থি'তি এমন যে খুব দ্রু'তই আমাদের এমন একটি সি'দ্ধান্ত নিতে হতে পারে। সারা দেশে সং'ক্রমণ মো'কাবেলায় সরকারের য'থেষ্ঠ প্র'স্তুতিও আছে।

ফরহাদ হোসেন বলেন, দেশে ‘করোনা মহামা'রির শুরুতে আমরা যেমন লকডাউন দিয়েছিলাম তার মতোই কিংবা তার চেয়ে আরও ক'ঠোর হতে পারে এবারের শাটডাউন।’

শাটডাউনের প্রকৃতি সম্পর্কে কমিটির পক্ষ থেকে বলা হয়, জ'রুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা ক'ঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্র'স্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্র'তুল হয়ে পড়বে।’

কমিটির সভাপতি ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘শাটডাউন মানে জ'রুরি সেবা ছাড়া সবকিছুই ব'ন্ধ রাখার কথা বোঝানো হয়েছে। সব কিছু ব'ন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে বের হতে পারবে না। এটা না হলে পরি'স্থিতি আরও খা'রাপ হবে। এখন আমরা সুপা'রিশ করেছি। পরবর্তী সি'দ্ধান্ত সরকার নেবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে