শুক্রবার, ২৫ জুন, ২০২১, ০৯:৩৭:৩০

কঠোর লকডাউনে মাঠে নামতে পারে সেনাবাহিনী

কঠোর লকডাউনে মাঠে নামতে পারে সেনাবাহিনী

নিউজ ডেস্ক: কোভিড-১৯ সং'ক্র'মণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে ক'ঠোর লকডাউন পালন করা হবে। এসময় মাঠে থাকবে পুলিশের পাশাপাশি বিজিবি। এছাড়া সেনাবাহিনীও মাঠে নামতে পারে।

আজ শুক্রবার গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল প্রজ্ঞাপন জা'রি করা হবে। সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে এক সপ্তাহের ক'ঠোর লকডাউন দেয়া হবে। এরপর প্রয়োজনে সময় বাড়ানো হবে।
এর আগে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার গণমাধ্যমকে বলেন, কোভিড-১৯ সং'ক্র'মণ রো'ধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে ক'ঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জ'রুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে