এবারের ক'ঠোর লকডাউনে জ'রুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। কবে গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ২৮ তারিখ থেকে এক সপ্তাহের ক'ঠোর লকডাউন সারা দেশে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী।
আগামীকাল প্র'জ্ঞাপন জা'রি করা হবে এবং এক সপ্তাহ পর পরি'স্থিতি বুঝে পরবর্তী সিদ্ধা'ন্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।