শনিবার, ২৬ জুন, ২০২১, ০২:৪০:০৮

এবারের কঠোর লকডাউনেও মুভমেন্ট পাস লাগবে কি?

এবারের কঠোর লকডাউনেও মুভমেন্ট পাস লাগবে কি?

নিউজ ডেস্ক: সোমবার থেকে সারা দেশে ক'ঠোর লকডাউন জা'রি করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা চলবে। জ'রুরি প্রয়োজনে চলাচলের জন্য এবারো ‘মু'ভমে'ন্ট পাস’ চালু থাকবে। তবে এ বিষয়ে শনিবার সিদ্ধান্ত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারা দেশে ক'ঠোর লকডাউন জা'রি করেছে সরকার। জ'রুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জ'রুরি পণ্যবাহী ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল ব'ন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সং'ক্রা'ন্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূ'ত থাকবে।এ বিষয়ে আরও বিস্তারিত তু'লে ধ'রে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্র'জ্ঞাপন জারি করা হবে বলেও জানান প্রধান তথ্য কর্মকর্তা।

এদিকে জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও পুলিশের দেয়া মুভমেন্ট পাস ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না।

শুক্রবার রাতে পুলিশ সদর দফতর সূ'ত্রে জানা গেছে, করোনা সং'ক্র'মণ ছ'ড়িয়ে পড়া ঠে'কাতে লকডাউনে মানুষজনের অনিয়'ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাফেরা নিয়'ন্ত্রণ এবং জ'রুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস চালু থাকবে। মুভমেন্ট পাস ছা'ড়া কাউকে বে'র হতে দেবে না পুলিশ।

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, করোনার টিকা গ্রহণ, মুদি দোকানে কেনাকা'টা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, মৃ'তদেহ স'ৎকা'র, ব্যবসা ও অন্যান্য ক্যা'টাগ'রিতে নাগরিকেরা মুভ'মেন্ট পাস নিতে পারবেন।

https://movementpass.police.gov.bd/ লিং'কে ঢু'কে মুভ'মেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভ'মেন্ট পাস ক্লি'ক করে মোবাইল নম্বরটি প্রবেশ করাতে হবে। এরপর গ্রাহকের মোবাইলে একটি ওয়ান টাইম পা'স'ওয়ার্ড (ও'টি'পি) চলে যাবে। ও'টি'পি প্রবেশ করালে পাসের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে।

মুভমেন্ট পাসের জন্য যে থানা এলাকা থেকে যাবেন, যে থানা এলাকায় যাবেন, নাম, লি'ঙ্গ, বয়স, ভ্রমণের কারণ, পাস ব্যবহারের তারিখ ও সময়, পাসের মেয়াদ শেষের তারিখ ও সময়, জাতীয় পরিচয়পত্র, নিজস্ব গাড়ির ত'থ্য এবং ছবি এসব ত'থ্য দিতে হবে।

এই পাসধারী ব্যক্তি বা'ধামু'ক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাবেন না। শুধু জ'রুরি সেবার সঙ্গে সংশ্লি'ষ্টদের দেয়া হবে এই পাস। যিনি পাস পাবেন শুধু তিনিই এটি ব্যবহার করে কাজ করতে পারবেন। পাস নেয়ার সময় ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে চাইলে আবেদনকারী সেটাও করতে পারবেন। পাস কোনোভাবেই হ'স্তান্ত'রযোগ্য না। তবে সাংবাদিকদের মুভমে'ন্ট পাস লাগবে না বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর। যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে