নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সং'ক্র'মণ রো'ধে সোমবার থেকে সী'মিত পরিসরে ‘লকডাউন’ শুরু হচ্ছে। আর সাত দিনের ‘স'র্বাত্ম'ক লকডাউন’ শুরু হবে বৃহস্পতিবার থেকে।
রোববার বিকালে তিন দিনের বি'ধিনি'ষেধ আরো'প করে প্রজ্ঞাপন জা'রি করে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনাভাই'রাসজনিত রো'গ (কোভিড ১৯) সং'ক্র'মগের বর্তমান পরিস্থি'তি বিবে'চনায় পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের সঙ্গে নতুন ৫ শর্ত দিয়ে এই প্রজ্ঞাপন জা'রি করা হয়।
২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই বিধিনি'ষেধ থাকবে। তিন দিনের লকডাউনে যে পাচঁ শ'র্ত দেওয়া হয়েছে, সেগুলো হলো:
(ক) সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহণ বন্ধ থাকবে। আইনশৃ'ঙ্খলা র'ক্ষাকারী বাহি'নী কর্তৃ'ক নিয়'মিত ট'হলের মাধ্যমে বিষয়টি নিশ্চি'ত করতে হবে।
(খ) সব শপিংমল, মার্কেট পর্যটন কেন্দ্র রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। (গ) দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র Online/Take way) করতে পারবে।
(ঘ) সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থি'তি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।
(ঙ) জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চা'লাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনা'নুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।