মাত্র আড়াই টাকার অনিয়মের অভিযোগে ৩৯ বছর আগে চাকরিচ্যু'ত মুক্তিযো'দ্ধা কুষ্টিয়ার সাবেক কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল আলম আকনকে চাকরিসং'ক্রা'ন্ত সব সুযোগ-সুবিধা দিতে নিজেদের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন খা'রি'জ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ গতকাল সোমবার এ আদে'শ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে (কৃষি সমপ্রসারণ অধিদপ্তর) আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। মুক্তিযোদ্ধার পক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী।
এ রায়ে স'ন্তো'ষ প্রকা'শ করে ওবায়দুল আলম আকন বলেন, জীবিত থাকাবস্থায় এ রায় আমি দেখে যেতে পারব কি না তা নিয়ে সং'শয়ে ছিলাম। তবে আজ আমি অত্যন্ত আনন্দিত। আমি অভিব্য'ক্তি প্রকা'শের ভাষা হা'রিয়ে ফেলেছি। আমি ন্যায়বিচার পেয়েছি।
মাম'লার ন'থি থেকে জানা যায়, পটুয়াখালীর বাউফল উপজেলার মুক্তিযো'দ্ধা মো. ওবায়দুল আলম আকন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ে পাট সমপ্রসারণ সহকারী হিসেবে দায়িত্বরত থাকাবস্থায় একজন ক্রেতার কাছ থেকে পাঁচ প্যাকেট পাটের বীজ বাবদ আড়াই টাকা (প্রতি প্যাকেটে ৫০ পয়সা) বেশি নিয়েছেন বলে অভি'যোগ তো'লেন এক ক্রেতা। এই অভি'যোগে ১৯৮২ সালের ১৫ এপ্রিল তাঁকে গ্রে'প্তার করে পুলিশ। এরপর তাঁর বিরু'দ্ধে সাম'রিক আদা'লতে বিচার শেষে ওই বছরের ২৭ সেপ্টেম্বর তাঁকে দুই মাসের কা'রাদ'ণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। এরপর তাঁকে চাকরি থেকে বরখা'স্ত করা হয়। এর পর তিনি কা'রাভো'গ শেষে মু'ক্তি পান।
এ অবস্থায় তিনি ২০১১ সালে চাকরি ফি'রে পেতে আবেদন করেন। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাকরি ফিরিয়ে না দেওয়ায় তিনি চাকরিচ্যু'তির আদে'শের বিরু'দ্ধে ও সামরিক আদা'লতের সা'জা বাতিল চেয়ে তিনি হাইকোর্টে রি'ট আবেদন করেন। এ রিট আবেদনে হাইকোর্ট ২০১১ সালে রু'ল জারি করেন। এ রু'লের ওপর চূড়া'ন্ত শুনানি শেষে ২০১৭ সালের ২০ অক্টোবর এক রায়ে সা'জা বাতি'ল করে তাঁকে সব সুযোগ-সুবিধা দেওয়াসহ চাকরিতে পুন'র্বহালের নির্দে'শ দেন।
এই রায়ের বিরু'দ্ধে ২০১৮ সালে আপিল করে কৃষি সস্প্রসারণ অধিদপ্তর। আপিল বিভাগ ২০২০ সালের ৮ মার্চ এক রায়ে হাইকোর্টের রায় আংশিক সং'শো'ধন করে দেন। রায়ে শুধু চাকরি'সং'ক্রা'ন্ত সুযোগ-সুবিধা দিতে বলা হয়। এ অবস্থায় আপিল বিভাগের রায় পু'নর্বিবে'চনার জন্য রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল এ আবেদন খা'রি'জ করে দিলেন দেশের সর্বোচ্চ আদালত।