মহামা'রী করোনা নিয়'ন্ত্রণে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য ক'ঠোর বি'ধি-নিষে'ধ জা'রি করেছে সরকার।
সরকারী নির্দেশ অনুসারে এসময়ে জ'রুরি পরিষেবা প্রদানকারী ও জ'রুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরু'দ্ধে ক'ঠোর শা'স্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
আজ মঙ্গলবার রাতে এক বি'জ্ঞপ্তিতে এ ত'থ্য জানা যায়। বিজ্ঞ'প্তিতে বলা হয়, এ সময়ে জ'রুরি পরিষেবা প্রদানকারী কর্মরতগণ ছাড়া এবং জ'রুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরু'দ্ধে ক'ঠোর শা'স্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধি-নিষেধ ও নিষেধা'জ্ঞা সম্পর্কিত বিস্তারিত ত'থ্য প্র'জ্ঞাপন আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জা'রি করা হবে।