বুধবার, ৩০ জুন, ২০২১, ১২:২৫:৩৭

সেনাবাহিনী মোতায়েন থাকবে

সেনাবাহিনী মোতায়েন থাকবে

ক'রোনাভাইরা'সের (কোভিড-১৯) সং'ক্রমণ রো'ধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত ক'ঠোর বি'ধিনি'ষে'ধ (লকডাউন) আ'রোপ করেছে সরকার। বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সং'ক্রান্ত প্র'জ্ঞাপন জা'রি করা হয়।

প্র'জ্ঞাপ'নে বলা হয়েছে, লকডাউন চলাকালীন সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ক'ঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

প্র'জ্ঞাপনের ১. ১৮ ধারায় বলা হয়েছে, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশ'স্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।

এছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, পুলিশ, র‍্যাব ও আনসার নিয়োগ ও টহল অধিক্ষেত্রে পদ্ধত্বি ও সময় নির্ধারণ করবেন। সে সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোন কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নিবেন। সংশ্লিষ্ট/বিভাগসমূহ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে