বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ১২:১৮:১৮

চাকরি বাঁচাতে গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে যাচ্ছেন ৬-৭ মাইল পায়ে হেঁটে

চাকরি বাঁচাতে গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে যাচ্ছেন ৬-৭ মাইল পায়ে হেঁটে

চলছে ঘোষিত কঠিন লকডাউনের প্রথম দিন। সকল প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোল আছে গার্মেন্টস সহ শিল্প কারখানা। আর এতে চরম বিপাকে এই সেক্টরের কর্মীরা।  যানবাহন না থাকায় দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন তারা।

এদিকে আজ বৃহস্পতিবার (১ লা জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন সড়কে গিয়ে এমন চিত্র দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকলেও রিকশা ও ব্যক্তিগত কিছু গাড়ি চলাচল করতে দেখা গেছে। অতিরিক্ত ভাড়ার কারণে গার্মেন্টস কর্মীরা রিকশায় না চড়ে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

বিসিক শিল্পনগরীর ফারজানা নামে এক শ্রমিক বলেন, ‘কঠোর লকডাউনে যানবাহন বন্ধ রেখে গার্মেন্টস চালু রেখেছে। এতে করে আমাদের মত হাজার হাজার শ্রমিকদের ৬-৭ মাইল পথ পায়ে হেঁটে কর্মস্থলে যেতে হচ্ছে। চাকরি বাঁচাতে কষ্ট করে পায়ে হেঁটে আসতে হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে