শুক্রবার, ০৯ জুলাই, ২০২১, ০৩:১৯:৪৪

লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে বোরকা পরে রাস্তায় মাদ্রাসাছাত্র, অতঃপর (ভিডিও)

লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে বোরকা পরে রাস্তায় মাদ্রাসাছাত্র, অতঃপর (ভিডিও)

করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তার রোধে দেশব্যাপী কঠোর লকডাউন পালিত হচ্ছে। আগামী ১৪ জুলাই পর্যন্ত এ লকডাউন চলবে বলে ঘোষণা দিয়েছে সরকার।

লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। বিনা কারণে জনসাধারণকে রাস্তায় বের হতে দেখলেই জরিমানা করা হচ্ছে।

কিন্তু এতেও রাস্তায় মানুষের বের হওয়া থামানো যাচ্ছে না। নানা অজুহাত দিয়ে রাজধানীসহ ঢাকাসহ মফস্বলেও মানুষের ঘুরাঘুরি করতে দেখা যাচ্ছে। ঢাকায় ঢোকার চেষ্টা করছে মানুষ।  অনেকে তো লকডাউন কেমন কঠোর হচ্ছে তা দেখতে বের হচ্ছেন।

জরিমানা করেও এসব বিষয় ঠেকানো যাচ্ছে না। এবার দেখা গেল, লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এক তরুণ অভিনব পন্থা অবলম্বন করলেন।

বোরকা ও পায়ে মোজা পরে গাবতলী দিয়ে হেঁটে রাজধানীতে ঢোকার চেষ্টা করেছিলেন ওই তরুণ। যদিও তার সেই চালাকি ধরে ফেলেন ডিউটিরত পুলিশ পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান। সন্দেহ হলে বোরকার আড়ালের ওই তরুণকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। বের হয়ে আসে আসল রহস্য।

ঘটনার বিষয়ে পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান গণমাধ্যমকে বলেন, বোরকা পরা একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলী চেকপোস্ট পার হচ্ছিলেন। আমাদের সন্দেহ হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি বোরকা পরা কোন মেয়ে নয়, সে আসলে ছেলে। তবে কী কারণে তিনি এই ছদ্মবেশ ধরেছেন এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ছেলেটি নিজেকে মাদ্রাসা শিক্ষার্থী বলেছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানায়, সাভারের হেমায়েতপুর থেকে হেঁটেহেঁটে রাজধানীতে এসেছেন তিনি। গন্তব্য যাত্রাবাড়ী। তবে যাত্রাবাড়ী কার কাছে যাবেন, সে বিষয়ে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছিলেন তিনি। সূত্র: যুগান্তর  ভিডিওটি দেখুন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে