মাত্র ৬ মাসের ব্যবধানে করোনা আক্রান্ত মা-বাবাকে হারিয়ে নিজের পেশার উপর ক্ষুদ্ধ হয়ে ডাক্তারী পেশা ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক।
জানা যায়, ছয় মাসে আগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দায়িত্ব পালনকারী চিকিৎসক ডা. জাকি উদ্দিন তার ছোট বোন ও বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে অবস্থা আশঙ্কাজনক হলে তাদের চার জনকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তার মা জাহানারা নাসরিন (৫৬)। এরপর করোনাভাইরাস থেকে তার প্যারালাইজড বাবা সালাউদ্দিন (৬৬) সুস্থ হলেও করোনাভাইরাস পরবর্তী নানা উপসর্গ দেখা দেয়। বুধবার (৭ জুলাই) রাতে তিনি অসুস্থ হয়ে কুমিল্লার একটি হাসপাতালে মারা যান তিনি।
নিজের দেওয়া ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন “কোভিড রোস্টারে নাইট ডিউটিতে ছিলাম। আব্বুর অবস্থা খারাপ শুনে আমি ডিউটি থেকে গিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। কিন্তু আটকাতে পারলাম না। জ্ঞান থাকা অবস্থায় বলেছিল, বড় বাবু ব্যবস্থা করবে। আমি আব্বু-আম্মুর ব্যবস্থা করে দিয়েছি। একদম এতিম হয়ে গেছি ছয় মাসের ভেতর। কোভিড দিয়ে ইনফেকটেড করে মেরে ফেলেছি। নো প্যারেন্টস ডিজার্ভ অ্যা চাইল্ড লাইক মি। হু কিলস দেয়ার প্যারেন্টস উইদইন সিক্স মানথস। আই থিঙ্ক আই শেল নট কন্টিনিউ দিজ প্রফেশন এনিমোর।”