নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় রেখে আসন্ন ঈদে লঞ্চ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে মন্ত্রিপরিষদ বিভাগ বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। আজ সোমবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যবিধি বিষয়ক একটি কমিটি রয়েছে তারা লঞ্চ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন।
এর আগে তিনি মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচাঘাট পরিদর্শন শেষে বিআইডব্লিউটিএর নিজস্ব স্পিডবোটে দৌলতদিয়ায় ভাঙন কবলিত এলাকার লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন করেন। তিনি বলেন, দৌলতদিয়া নদী বন্দরকে আধুনিকায়ন করার জন্য বড় একটি প্রকল্পের কাজের পরিকল্পনা রয়েছে। যে কারণে লঞ্চঘাট এবং ফেরিঘাট এলাকায় ভাঙন মেরামত বড় পরিসরে কাজ করা সম্ভব নয়। তবে ভাঙন রোধে অস্থায়ী প্রতিরোধ হিসাবে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করা হবে। দ্রুত সময়ের মধ্যে বড় পরিসরে ৭নম্বর ফেরিঘাট চালু করা হবে বলেও জানান তিনি।