'দুটি গরু কোরবানি দেওয়ার ইচ্ছে ছিল। একটি গরু কিনে ফেলেছি। আমার জন্মভূমি হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামের রিকসাচালক ইউসুফ মিয়ার (৫৫) বাড়িতে এসে তার ঘরের যে অবস্থা দেখলাম তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার একটি গরুর টাকা তার ঘরের টিন কিনতে দিয়ে দেব'।
আজ সোমবার বিকেলে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার ফেসবুক লাইভে এসে এ কথা বলেন।
তিনি বলেন, রিকসাচালক ইউসুফের তিন কন্যা এক পুত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে এই ভাঙা ঘরে থাকেন। এমন অবস্থায় আমাদের উচিত বড় বড় গরু কোরবানি না দিয়ে অসহায় প্রতিবেশীর সাহায্যে এগিয়ে আসা। অন্যের মাতায় ছায়া দিলে আল্লাহ আপনাদের হাশরের ময়দানে ছায়া দিবেন।
সুমন তার গরুর টাকা দিয়ে আগামীকালই রিকসাচালক ইউসুফের ঘরে টিন কিনে দিবেন। এমন প্রতিশ্রুতি ফেয়ে তার পরিবারের লোকজন খুশি।