আজ পবিত্র ঈদুল আজহা। কোন কোন জায়গায় শেষ হয়েছে ঈদের নামাজ আবার কোন কোন জায়গায় শুরু। এখন দেশের অধিকাংশ এলাকায় চলছে কোরবানির গরু জবাই।
আজ সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষ অনেকে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন স্থানে পশু কোরবানির পর মাংস কাটায় ব্যস্ত এখন সবাই।