দীর্ঘ দিন পর বেগম খালেদা জিয়া নিজ বাসভবনে ঈদ করেছেন। এবারের ঈদে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ঈদুল আজহা উৎযাপন করেছেন। তার ভাইসহ নিকটাত্মীয়রা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানা গেছে।
আজ বুধবার (২১ জুলাই) বিএনপির চেয়ারপারসনের এ আত্মীয় এসব তথ্য জানান।
তারা আরো জানান, ঈদুল আজহা উপলক্ষে খালেদা জিয়া একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন। কোরবানির পশুর মাংসের কিছু অংশ তার বাসভবনের স্টাফরা খাবারের জন্য রাখবেন। অধিকাংশ রাজধানীর কয়েকটি এতিমখানা এবং আশপাশের গরিবদের মধ্যে বিলি করা হবে। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুটি গরু কোরবানি দেওয়া হয়েছে।