আগামীকাল সকাল থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। এই ব্যাপারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমটিনিউজ২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, আগের চেয়েও কঠোরভাবে পালিত হবে এবারের বিধিনিষেধ।
এদিকে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধ ও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে বিধিনিষেধ চলাকালীন সড়ক, নৌ, রেলপথে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকবে।