শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ০৬:২৬:০৭

শুরু হলো কঠোর লকডাউন

শুরু হলো কঠোর লকডাউন

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে শিথিল করা হয়েছিল কঠিন লকডাউন। মহামারী করোনা নিয়ন্ত্রণে আজ আবার শুরু হলো কঠোর লকডাউন, চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত । 

তবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল ঈদের আগেই।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, যত দিন ভ্যাকসিন দেওয়া না হয় তত দিন মাস্ক ব্যবহার করতে হবে। ঈদের পরের লকডাউন কঠোর থেকে কঠোরতর হবে। এবারের লকডাউনে গার্মেন্টস, শিল্প-কলকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে