সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। অন্যান্য বারের চেয়ে এবার প্রশাসনসহ বিভিন্ন সংস্থার লোকজন অনেক বেশি তৎপর। মাঠে কাজ করছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও জেলা প্রশাসন। তার পরও মানুষ নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন।
অনেকেরই ঘর থেকে বের হওয়ার যথার্থ কারণ না থাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে বলছেন মিথ্যা কথা। এরকমই একজনকে জিজ্ঞাসাবাদে হাসপাতালে যাওয়ার কথা বললেও তার ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় শেরওয়ানি ও পাগড়ি।
আজ রোববার (২৫ জুলাই) লকডাউন বাস্তবায়নের খণ্ড ঘটনা নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি। সেখানেই তিনি এমন ঘটনার কথা তুলে ধরেন।
আজ দুপুর ২টায় নিজের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আসাদুজ্জামান রনি লেখেন, ‘দুই ব্যক্তি অটোরিকশাযোগে কোথাও যাচ্ছিল, জিজ্ঞাসাবাদের জন্য সিগন্যাল দেয়া হলে অটোরিকশা থামল। জিজ্ঞেস করলাম, এ সময় কোথায় যাচ্ছেন? বলল, হাসপাতালে। সাথে থাকা ব্যাগ দেখে একটু খটকা লাগায় বললাম, ব্যাগটা একটু দেখব। বাধ্য হয়ে লোকটি ব্যাগটা এগিয়ে দিল। তাতে ছিল বিয়ের শেরওয়ানি আর পাগড়ি। তারপর জিজ্ঞেস করলাম, হাসপাতালে কি আজকাল বিয়েও হয়? লোকটি সরল স্বীকারোক্তি দিল, মিথ্যা বলেছি।’