স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়লাভে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার রাতে অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
আজ হারারেতে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস লড়াইয়ে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করেন টাইগাররা। ম্যাচ জেতেন ৫ উইকেট আর ৪ বল হাতে রেখে। বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতে ২-১ ব্যবধানে। এর আগে জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৯৩ রান সংগ্রহ করে।
এদিকে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়লাভ করায় জাতীয় ক্রিকেট দলসহ ক্রিকেট কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।