সারা দুনিয়ার মতো দেশেও ছড়িয়ে পড়েছে করোনার মহামারীর তাণ্ডব। দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে।
সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গতকাল ২২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ২৮০ জন।