নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে তিনি এ টিকা নেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রুহুল কবির রিজভী মডার্নার টিকা নিয়েছেন।
গত ১৬ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন বিএনপি নেতা রিজভী আহমেদ। ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দুই মাস হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হওয়ায় বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। যদিও তিনি এর আগে অনেকবার টিকা নেবেন না বলে জানিয়েছিলেন।
এদিকে, রিজভীর বড় বোনের ছেলে (ভাগ্নে) জিয়াউল আলম সিদ্দিকী উল্লাস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪০ বছর। জিয়াউল আলম সিদ্দিকী উল্লাস ব্যবসা করতেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।