মহামারী করোনার ভয়াল থাবা বিদেশের মতো দেশেও আছে। প্রতিদিনই করোনায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এদিকে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) খালি পাওয়া সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকার করোনা ডেডিকেটেড অন্যতম আটটি সরকারি হাসপাতালে আইসিইউ খালি নেই।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেড, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের আট বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতে রোগী ভর্তি।
অন্যদিকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে একটি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে একটি, টিবি হাসপাতালের চার বেডের মধ্যে একটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে দুটি, ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের আটটি আর পঙ্গু হাসপাতালের তিন বেডের মধ্যে তিনটি খালি আছে।
ঢাকায় করোনা রোগীদের সেবা দেয়া ১৭টি ডেডিকেটেড সরকারি হাসপাতালের মোট ৩৮৪টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে মাত্র ১৬টি।