মহামারী করোনার থাবায় সারা বিশ্বের মতো বাংলাদেশও কাঁপছে। মৃত্যুর মিছিল যেন কোনভাবেই থামানো যাচ্ছে না। আবার নতুন করে শুরু হয়েছে করোনার নতুন ধরণ ডেল্টা, যার ধাক্কা লেগেছে বাংলাদেশেও। ডেল্টার প্রকোপ কমাতে সারা দেশে চলছে লকডাউন। তবুও থেমে নেই মৃত্যুর মিছিল। বরং গত ৬ মাসেই দেশে করোনায় দেখতে হয়েছে রেকর্ড মৃত্যু।
চলতি বছরের প্রথম ৬ মাসে দেশে করোনায় ১৩ হাজার ১২৬ জনের মৃত্যু হয়েছে। আর গত বছর মার্চ থেকে ডিসেম্বর মাস নাগাদ মারা গিয়েছিলেন সাত হাজার ৫৫৯ জন। যা বিগত ১০ মাসের তুলনায় প্রায় দ্বিগুণ।
রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত বছরের মার্চে মারা যান পাঁচজন, এপ্রিলে ১৬৩ জন, মে মাসে ৪৮২ জন, জুন মাসে এক হাজার ১৯৭ জন, জুলাই মাসে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন আর ডিসেম্বর মাসে মারা যান ৯১৫ জন। সে হিসেবে ২০২০ সালে করোনা মহামারিতে দেশে মোট মারা গেছেন সাত হাজার ৫৫৯ জন।
এরপর ২০২১ সালের জানুয়ারিতে মারা যান ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮১ জন, মার্চে ৬৩৮ জন, এপ্রিলে সেটা গিয়ে দাঁড়ায় দুই হাজার ৪০৪ জনে, মে মাসে এক হাজার ১৬৯ জন, জুনে এক হাজার ৮৮৪ জন আর কেবলমাত্র গেল জুলাই মাসে মারা গেছেন ছয় হাজার ১৮২ জন। আর চলতি বছরের ছয় মাসেই করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ১২৬ জন, যা গত বছরের প্রায় দ্বিগুণ।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে দেশে করোনাভাইরাসে রোববার (১ আগস্ট) মারা গেছেন আরও ২৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯১৬ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ কমেছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৩৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৩৯ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪২ লাখ ৪০ হাজার ৩৩১ জন। এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ২৫৫ জন।