সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১২:০৯

সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা বিএনপিতে নেই : ওবায়দুল কাদের

সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা বিএনপিতে নেই : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী প্রধান এখন বিশ্বনেতা। দেশে সিরিজ বৈঠকের নামে বিএনপি নানা আন্দোলন সংগ্রামের হুমকি দিলেও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা তাদের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবাহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, কথায় কথায় আন্দোলনের ডাক দিচ্ছে, আন্দোলন করে সরকারকে সরাবে তারা (বিএনপি নেতারা) এ দিবাস্বপ্ন দেখছেন। আগুন সন্ত্রাস আপনাদের আরও পিছিয়ে দিয়েছে। আগুন সন্ত্রাস বিএনপিকে যেমন পিছিয়ে দিয়েছে, তেমনি সিরিজ বৈঠকের নামে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে দলটি আরও জনবিচ্ছিন্ন হয়ে যাবে। 

সোমবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সিরিজ বৈঠকের নামে যদি এ ধরনের সহিংস আন্দোলনের ছক তৈরি করেন তাহলে আবারও পিছিয়ে যাবেন। এটা আমি চ্যালেঞ্জ করেছি যে, আপনাদের দলে পরবর্তী নির্বাচনে, পরবর্তী নির্বাচনের জন্য পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী আপনাদের কে?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে