মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৫:০১

মুফতি ইব্রাহীম আটক

মুফতি ইব্রাহীম আটক

মুফতি ইব্রাহীমকে আটক করা হয়েছে। তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

মুফতি ইব্রাহীমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দাপ্রধান এ কে এম হাফিজ আক্তার। তাকে কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।

করোনাভাইরাস নিয়ে 'ওয়ান ডট কিউ সেভেন প্লাস সিক্স ইকোয়েলটু সিক্সটিন' ফর্মুলা দিয়ে আলোচিত হন ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীম। এই ফর্মুলা দেওয়ার দিন এর ব্যাখ্যা না দিয়ে মুফতি ইব্রাহীমের বক্তব্য নিয়ে পরে বহু ট্রল হয়। তিনি সেদিন বলেন, 'জানি, কিন্তু বলব না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে