নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশকে যদি স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে হয়, যে স্বপ্ন বাস্তবায়নে আমাদের পূর্বসূরিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বুকের তাজা রক্ত ঢেলে বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকে দরকার।’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই আমরা সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলছি। তাই শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে নেই। আজকের দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন অব্যাহতভাবে সে পথে নেতৃত্ব দিতে পারেন।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রগতিশীল সাংবাদিক মঞ্চ এ সভার আয়োজন করে। তিনি বলেন, ‘অর্থনীতিতে এখন বাংলাদেশের থেকে ভারত-পাকিস্তান পিছিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার মধ্যে আমরা অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, মানব উন্নয়ন সূচক, সবকিছুতেই পাকিস্তানকে অতিক্রম করেছি। ভারতকে অতিক্রম করেছি সামাজিক সূচক ও অর্থনৈতিক সূচকে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মানুষের পাশে ছিলেন বলেই এই করোনাকালে দেশে একজনও না খেয়ে মারা যায়নি। করোনা মোকাবিলা করার ক্ষেত্রে, অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও, ভারত থেকে টিকা না আসা সত্ত্বেও যেভাবে মানুষকে গণটিকা দিয়ে করোনাকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, তা সমগ্র পৃথিবীতে প্রশংসিত। করোনার মধ্যে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। এগুলো কোনো গল্প নয়, এগুলো বাস্তবতা।’