রবিবার, ০৩ অক্টোবর, ২০২১, ১১:৫৮:৩১

প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন চান : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন চান : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান। তাই কোনো বিশৃঙ্খলা না করে সকলে নির্বাচনের প্রস্তুতি নিন, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার (৩ অক্টোবর) দুপুরে মাওয়া টোল প্লাজায় পদ্না বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। এসময় তিনি বলেন, আমাদের দেশের গণতন্ত্র কিছুটা হলেও বিকাশ হয়েছে। এটা একটা ধীরগতির পক্রিয়া। রাতারাতি এটা বিকাশ হওয়ার সুযোগ নেই।

মন্ত্রী বলেন, ‘আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটা মীমাংসিত বিষয়। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। নতুন করে এনিয়ে বিবাধের কোনো অবকাশ নাই। নিরপেক্ষ সরকারের অধীনে যারা নির্বাচন করতে চান- তাদেরকে আমি বলতে চাই, এবিষয়ে আপনার নেত্রী বলেছিলেন, নিরেপক্ষ পাগল আর শিশু ছাড়া আর কেউ না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে