মঙ্গলবার, ০৫ অক্টোবর, ২০২১, ১২:০৪:৩৬

ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার ব্যাপারে যা জানা গেল

 ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার ব্যাপারে যা জানা গেল

বিশ্বের বিভিন্ন অংশে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের সার্ভার ডাউন হয়েছে। সোমবার সন্ধ্যায় ব্যবহারকারীরা এই ডাউনের কথা জানান।

এ বিষয়ে ফেসবুক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে,‌ ‌‘দুঃখিত, কিছু ত্রুটি হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।’ খবর এনডিটিভির।

বাংলাদেশেও ব্যবহারকারীরা জানিয়েছেন মোবাইল, কম্পিউটার থেকে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। ব্যবহারকারীরা তাদের ফেসবুক পেজে প্রবেশের পর এরর বা ব্রাউজার কানেক্ট হচ্ছে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে