হঠাৎ সারা দুনিয়ায় ডাউন হয়ে যায় ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম আর এতে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়ে ব্যবহারকারীরা। তবে ৬ ঘণ্টা পর আবারো সচল হলো জনপ্রিয় এই মাধ্যমগুলি। ফেসবুকের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে বাংলাদেশ সময় সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে এ সমস্যা দেখা দেয়। এরপর আজ মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে সচল হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম।