শুক্রবার, ০৮ অক্টোবর, ২০২১, ০৬:৫৫:৩০

যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক করল এনা পরিবহন

যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক করল এনা পরিবহন

এবার দূরপাল্লার সব ধরনের বাসে যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক করেছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড। কোম্পানির পক্ষ থেকে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এক নোটিশে মাধ্যমে যাত্রাপথে নামাজের বিরতি দেওয়া বাধ্যতামূলক বলে কর্মচারীদের জানায় এনা পরিবহন কর্তৃপক্ষ।

তাতে লেখা হয়, “এতদ্বারা এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এর সকল চালক, সুপারভাইজার ও হেলপারদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, পথিমধ্যে নামাজের জন্য যাত্রা বিরতি বাধ্যতামূলক এবং নিজেরাও নামাজে অংশগ্রহণ করবেন”।

এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্ল্যাহ ঢাকা বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে বলেন, আমরা নিয়মিত নামাজ পড়ার জন্য সব কর্মীদের উৎসাহিত করি। যাত্রীদের জন্য সেই সুবিধা রাখাতে নির্দেশনা জারি করেছি। কারণ যাত্রীপথে নামাজের বিরতি সবারই রাখা উচিত। এজন্যই যাত্রাবিরতি বাধ্যতামূলক করা হয়েছে। আমরা বিষয়টির নিয়মিত তদারকিও করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে