হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বেশ অস্বস্তিতে পরে দেশের খুচরা ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতারা। তবে এবার কমতে শুরু করে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। গত দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজি প্রতি কমেছে ৮ থেকে ১০ টাকা।
এদিকে গত দুই দিন আগে প্রকারভেদে যে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা। আজ সেই পেঁয়াজ প্রকারভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা।