ই-কমার্স প্রতিষ্ঠান Evaly এর ধানমন্ডি প্রধান কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির আসবাব, অফিশিয়াল নথি ও বেশ কিছু পণ্য চুরির ঘটনায় দায়ের করা মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই ভবনের মালিক সালাহউদ্দিন।
গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ১১ /এ নম্বর রোডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, Evaly এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রেপ্তার হওয়ার পর ওই কার্যালয় থেকে মালামাল, নথি ও আসবাব চুরির অভিযোগে সালাউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়।
গত ১২ অক্টোবর হাইকোর্ট Evaly এর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি বোর্ড গঠন করেন। ওই বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবির বাদি হয়ে Evaly এর মালামাল, নথি ও আসবাব চুরি করার অভিযোগে বাড়ির মালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি ছিলেন সালাহউদ্দিন।