শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১১:৪৯:৫৯

এবার মুরাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বিএনপি

এবার মুরাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে কটূক্তির করায় সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে রোববার (১২ ডিসেম্বর) ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে এ মামলা করবেন দলের জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির বলেন, বিএনপির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে জাতীয়তাবাদী ফোরামের আইনজীবীরা আগামীকাল সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে মামলা করার উদ্দেশে যাবেন। তিনি বলেন, মুরাদ হাসানের কুরুচিপূর্ণ অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের কারণে বিচার চেয়ে এ মামলা করা হবে। এছাড়া রংপুর বিভাগ বাদে অন্যান্য বিভাগের বিশেষ ট্রাইব্যুনালেও এ সংক্রান্ত মামলা করা হবে বলে জানান শায়রুল কবির খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে