সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ০৬:১৮:১১

দেশে ফিরলেও নিজ বাসায় যাননি ডা. মুরাদ

দেশে ফিরলেও নিজ বাসায় যাননি ডা. মুরাদ

নিউজ ডেস্ক : ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে ফিরেছেন। তবে ঢাকায় ফিরলেও ধানমণ্ডির নিজ বাসায় যাননি তিনি। তাহলে প্রশ্ন ডা. মুরাদ এখন কোথায় আছেন? রোববার (১২ ডিসেম্বর) বিকেলে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিকেলে দেশে ফেরার সংবাদ পেয়ে গণমাধ্যমকর্মীরা দুপুর থেকেই ভিড় করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নির্ধারিত বিমানটি তাকে নিয়ে বিকাল ৫ টায় বিমানবন্দরে পৌঁছায়। কিন্তু আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে গোপনে সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর ছাড়েন আলোচিত এই সংসদ সদস্য। 

তিনি পুলিশের উপস্থিততে একটি প্রাইভেটকারে বিমানবন্দর ত্যাগ করেন। তবে, মুরাদ বাসায় না ফিরে রাজধানীর উত্তরায় এক স্বজনের বাসায় উঠেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে