সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ০৮:১২:০০

দেশে এমন কোনো ব্যক্তি নেই, যে বর্তমান সরকারের অনুদান পাননি: খাদ্যমন্ত্রী

দেশে এমন কোনো ব্যক্তি নেই, যে বর্তমান সরকারের অনুদান পাননি: খাদ্যমন্ত্রী

আজ দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করছে। এমন কোনো ব্যক্তি নেই, যে বর্তমান সরকারের অনুদান পাননি।

আজ সোমবার ১৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নওগাঁর পোরশা উপজেলার কাতিপুর কালিনগর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা অনুদান বিতরণ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে